ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর স্মরণে নাগরিক শোকসভা

ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর স্মরণে নাগরিক শোকসভা

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীর নাগরিক শোকসভা কমিটি আয়োজনে প্রয়াত ভাষা সৈনিক, মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুর স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৫ মে) বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাগরিক শোকসভা কমিটির প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির সভাপতি ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক শোকসভার সঞ্চালনা করেন।

নাগরিক শোক সভায় বক্তারা বলেন, গোলাম আরিফ টিপু ছিলেন একজন কর্মবীর। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়। তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। জাতিকে পথ দেখিয়েছেন।

তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। দেশ যতদিন থাকবে, ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

news24bd.tv/SHS