ভাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন ভাই

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন

ভাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন ভাই

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাচাতো ভাই শফিক খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন।

রোববার (৫ মে) বেলা ১১টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন আসিবুর রহমান।

সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের ওপর হামলা ও প্রভাব বিস্তারের অভিযোগ করেন আসিবুর রহমান খান। এছাড়া নির্বাচনে পাঁচটি ইউনিয়নে জোরপূর্বক কেন্দ্র দখল করে শফিক খান নিজের প্রতীকে ভোট নিতে পারেন বলে সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

শরীয়তপুর জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিত বৈদ্য নাদিম এবং মাদারীপুর সদর উপজেলার কৃষি অফিসের কর্মকর্তা হেমায়েত হোসেন সরকারি কর্মচারী হলেও তারা বিভিন্ন সময় নির্বাচনী প্রচার-প্রচারণা করেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আসিবুর রহমান খান।

উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আনারস প্রতীক ও তার চাচাতো ভাই শফিক খান মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক