দৃষ্টি ফিরে পেলেন শিব নারায়ণের কর্নিয়া পাওয়া দুই রোগী

সংগৃহীত ছবি

দৃষ্টি ফিরে পেলেন শিব নারায়ণের কর্নিয়া পাওয়া দুই রোগী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম ও মূল নকশাকার মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের চোখের কর্নিয়া সফলভাবে অন্য দুই রোগীর চোখে প্রতিস্থাপন করা হয়েছে।

সোমবার (৬ মে) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সংবাদ সম্মেলন এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, যে দুইজনকে কর্নিয়া দেয়া হয়েছে তারা দুইজনই দৃষ্টি ফিরে পেয়েছেন।

বিএসএমএমইউ উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক জানান, শিব নারায়ণ দাস কর্নিয়া দিয়েছেন।

দেহ দানও করেছেন। তা বিএসএমএমইউতে সংরক্ষণ করা হচ্ছে। চিকিৎসা শিক্ষায় অবদান রাখতে তার এই মহৎ অবদান৷

এসময় যাদের চোখে কর্নিয়া লাগানো হয়েছে তারাও উপস্থিত ছিলেন। তারা শিব নারায়ণ তার পরিবার এবং ডাক্তারদের ধন্যবাদ জানান।

শিব নারায়ণ দাসের স্ত্রী গীতশ্রী চৌধুরী বলেন, প্রচারের চেয়ে দেশের জন্য কাজ করতে পছন্দ করতেন শিব নারায়ণ দাস।

news24bd.tv/FA