আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান পদপ্রার্থীকে রিটার্নিং অফিসারের চিঠি

আলতাফ হোসেন বিপ্লবের শোডাউন।

আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান পদপ্রার্থীকে রিটার্নিং অফিসারের চিঠি

অনলাইন ডেস্ক

নির্বাচনের আগে কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউনের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করায় আসন্ন উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়। চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বিপ্লবকে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রোববার (৫ মে) চিঠিটি পাঠানো হয়।

রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আলতাফ রোববার বিকাল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঢাকা-নবাবগঞ্জ সড়কে ৫০টি ট্রাক সমেত ব্যাপক শোডাউন করেন, যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার ১১(২) ও ১৩(ক) ধারাকে ভঙ্গ করেছে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচনী বিধিমালার ৩২ ধারা অনুযায়ী কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাকে ছয় মাসের কারাদণ্ড কিংবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

পাশাপাশি, বিধিমালার ৩৩ ধারা অনুযায়ী প্রার্থীতা বাতিলেরও সুযোগ রয়েছে।

চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আলতাফ হোসেন বিপ্লবকে কারণ দর্শাতে বলা হয়েছে।

news24bd.tv/ab