‘সম্মান’ ও ‘শয়তানি’ শক্তির মধ্যে লড়াই 

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

পাশ্চাত্যে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে রায়িসি

 ‘সম্মান’ ও ‘শয়তানি’ শক্তির মধ্যে লড়াই 

অনলাইন ডেস্ক

গতকাল (রোববার) মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোতে ছড়িয়ে পড়া ইসরাইল-বিরোধী ছাত্র আন্দোলনকে ‘সম্মান’ ও ‘শয়তানি’ শক্তির মধ্যে লড়াই বলেছেন।
তিনি বলেন, কথিত স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার পশ্চিমা দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলে এতদিন ইরান যে দাবি করে আসছিল তা সঠিক প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, কথিত মানবাধিকার ও বাক-স্বাধীনতার রক্ষক বলে দাবিদাররা যে পাশ্চাত্যে ‘কতৃত্ববাদী ও মানবাধিকারবিরোধী’ শাসনব্যবস্থা চালু করেছে তার স্বরূপ এখন বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে। গাজায় ইসরাইলের গত আট মাসের গণহত্যামূলক যুদ্ধ পশ্চিমাদের মুখোশ খুলে দিতে সহায়তা করেছে বলে তিনি মন্তব্য করেন।


ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের অপমান-অপদস্থ করার পাশাপাশি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর অবমাননা করছে। সূত্র, রেডিও তেহরান

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক