টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ

সংগৃহীত ছবি

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল শাড়ির জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বত্ব রাখতে ভারতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (৬ মে) শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিয়ে এ তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়।

এর আগে টাঙ্গাইল শাড়ি ভারত নিজেদের জিআই পণ্য হিসেবে দাবি করলে বাংলাদেশের জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।

সেসময়ে বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

সেই সঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

রুলে বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের সোমবার (৬ মে) মধ্যে এ তালিকা করে হাইকোর্টকে জানানোর নির্দেশ দেওয়া হয়।

news24bd.tv/FA