শিশু সুফিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী

শিশু সুফিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ৯ বছরের শিশু সুফিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের শোকার্ত স্বজন সহপাঠী ও এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে। রাস্তায় নামছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ আন্দোলনের কর্মসূচি নিয়ে।

সোমবার (৬ মে) সকালে নিহতের গ্রাম কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে তার স্বজন সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। এদিকে ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।

কর্মসূচিতে যোগ দিতে সোমবার সকালে নিহত সুফিয়ার শোকার্ত স্বজন সহপাঠীসহ সর্বস্তরের মানুষ স্থানীয় বারইপাড়া কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়।

বাবরাহাছলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আক্তার মুন্সি-ইয়াসমিন দম্পতির আদরের দুলালী সুফিয়া এই বিদ্যালয়েরই দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সমবেত সবাই পরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে শামিল হয়।

এসময় সবার হাতে ছিল সুফিয়া ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন।

অন্তত ৪০ মিনিট স্থায়ী মানববন্ধনে বক্তারা হৃদয় বিদারক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণ ও খুনে জড়িদের অবিলম্বে সনাক্তের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার সড়ক প্রদক্ষিণ করে।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো গত পহেলা মে (বুধবার) সকালে ইটভাটা শ্রমিক বাবার জন্য ভাত নিয়ে নিজেদের কাঞ্চনপুরে গ্রামেরই সুপার ব্রিকসে যায় ৯ বছরের শিশু সুফিয়া। বাবাকে ভাত পৌঁছে দিতে পারলেও সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি সুফিয়ার। পথিমধ্যে নির্জন এলাকায় তাকে ধর্ষণ ও হত্যা করে মৃতদেহ গুম করতে নবগঙ্গা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।

ঘটনার পরদিন সুফিয়াদের গ্রামের ৩ কিলোমিটার দূরে ইসলামপুরে নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে।

এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস তারেক আল মেহেদী জানান, ময়নাতদন্ত রিপোর্ট এখনো হাতে না পাওয়া গেলেও ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশের পাশাপাশি র‍্যাব ও পিবিআই সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক