খুলনায় ঝড়ো হাওয়া স্বস্তির বৃষ্টি

স্বস্তির বৃষ্টি

খুলনায় ঝড়ো হাওয়া স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

প্রচণ্ড গরমে জনজীবন ছিল ওষ্ঠাগত। তাপপ্রবাহের অস্বস্তি নিয়ে দিন পার করছিল নগরবাসী। বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলেন সবাই। এমন পরিস্থিতিতে খুলনায় ঝুম বৃষ্টি নামে সোমবার সন্ধ্যায়।

কমে যায় তাপমাত্রা। শীতল হয় পরিবেশ।  

জানা যায়, দুপুর থেকেই খুলনায় আকাশ মেঘলা ছিল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ঝড়ো বাতাস।

রাস্তার ধুলো বালিতে একাকার হয় চারপাশ। সাড়ে ৬টার দিকে শুরু হয় বর্জ্য বৃষ্টি। কখনও ভারী বৃষ্টি আবার কখনও গুড়ি বৃষ্টিতে প্রকৃতি শীতল হয়।

এদিকে টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তি আর দুর্ভোগ সঙ্গী করে ঘরে ফিরতে হয়েছে অনেককে।  

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, ১২ এপ্রিল থেকে খুলনায় টানা তীব্র তাপদাহ শুরু হয়।  

এর মধ্যে ১ মে খুলনায় স্মরণকালের ৪২ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও এতদিন দেখা মিলছিল না খুলনায়।

news24bd.tv/কেআই