সালমানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার পঞ্চম অভিযুক্ত 

সালমানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার পঞ্চম অভিযুক্ত 

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মহম্মদ চৌধুরী। খবর এএনআই'এর।

এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, তদন্ত অনুসারে- গত ১৪ ফেব্রুয়ারি যখন সালমান খানের বাড়িতে গুলি চালানো হয়েছিল, তখন মহম্মদ চৌধুরী গুলি চালানো বন্দুকধারীদের সাহায্য করেছিলেন। মহম্মদ চৌধুরী অপরাধের দৃশ্য পুনরুদ্ধার করতে দুই শ্যুটারকে সাহায্য করেছিলেন এবং তাদের অর্থ সরবরাহ করেছিলেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, অভিযুক্ত চৌধুরীকে আজ মুম্বাই আদালতে তোলা হবে।

এর আগে, এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- অনুজ থাপন, সোনু বিষ্ণোই, অভিযুক্ত শুটার সাগর পাল এবং ভিকি।

তবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর হেফাজতে আত্মহত্যা করেন অনুজ থাপন। অনুজের পরিবার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে। সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে তার পরিবার।

আরও পড়ুন: সালমানের বাসায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২

উল্লেখ্য, অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই লরেন্স গ্যাং গুলি চালানোর দায় স্বীকার করে নেয়। এই ঘটনার আগে রাখি লরেন্স বেশ কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দেন। তারপর থেকেই কড়া নিরাপত্তায় থাকেন বলিউড 'ভাইজান'।  

news24bd.tv/TR