বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ইসরায়েলবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক সমাপনীর মুল অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হচ্ছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও তাদের প্রধান অনুষ্ঠান বাতিল করেছে।
গতকাল সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তারা ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা করেছে। স্নাতক সমাপনীর মুল অনুষ্ঠান বাতিল করেছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ১৫ মে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চ্যাং বলেন, ‘আমাদের ক্যাম্পাসে বড় পরিসরে সমাপনী অনুষ্ঠান আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এছাড়া টেক্সাস ইউনিভার্সিটিও তাদের সব পরীক্ষা বাতিল করেছে। ইলিনয় বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে অন্য জায়গায় পরীক্ষার ব্যবস্থা করেছে ।
তবে কতোটুকু সফল হবে বলতে পারছেন না কর্তৃপক্ষ। সূত্র , ব্লুমবার্গ
বিশ্ববিদ্যালয়গুলোতে কেউ আয়োজনে পরিবর্তন আনছে, আবার কেউ কেউ অনুষ্ঠানই বাতিল করছে।

গতকাল সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তাতে তারা রাজি আছে। তবে ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি চুক্তির জন্য তাদের দেওয়া দাবিদাওয়াগুলো মানা হয়নি।  এর মধ্যেই রাফায় হামলা চালিয়েছে তারা। ফলে চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।  

news24bd.tv/ডিডি