আইওএমকে রোহিঙ্গাদের জন্য সহায়তা বৃদ্ধি করতে বললেন প্রধানমন্ত্রী

আইওএম মহাপরিচালক অ্যামি পোপের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইওএমকে রোহিঙ্গাদের জন্য সহায়তা বৃদ্ধি করতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরনার্থীদের জন্য নতুন উৎস থেকে সহায়তার ব্যবস্থা করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মে) সকালে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তার বক্তব্য লেখক এম নজরুল ইসলাম জানান, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে যাওয়ায় নতুন সহযোগীদের কাছ থেকে এই বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য সহায়তার ব্যবস্থা করতে আইওএমকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, রোহিঙ্গাদেরকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করার কাজে সহায়তা করতে আইওএমকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাসানচরে এক লাখ রোহিঙ্গার জন্য বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়েছে বলে আইওএম মহাপরিচালককে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

ভাসানচরে এখন পর্যন্ত ৩০-৩৫ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।

news24bd.tv/ab