হজ ভিসায় মক্কা-মদিনা ও জেদ্দার বাইরে যেতে মানা

হজ ভিসায় মক্কা-মদিনা ও জেদ্দার বাইরে যেতে মানা

অনলাইন ডেস্ক

হজ ভিসা নিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি সরকার। বলা হয়েছে, হজ ভিসায় যারা সৌদি যাবেন তারা জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাহিরে ভ্রমণ করতে পারবেন না। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিয়েছে দেশটি।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে।

নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সৌদিতে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধন করবেন ৮ মে।

এরপর ৯ মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। কিন্তু বেশিরভাগ হজযাত্রীর ভিসা এখনো হয়নি। আবার আগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী মঙ্গলবারই (৭ মে) ভিসা আবেদনের শেষ দিন।

তাই বিপর্যয় এড়াতে ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে, সময় আরও বাড়ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ বছর বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করবেন। কিন্তু এখন পর্যন্ত হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে মাত্র ৩৫ হাজারের মতো।

news24bd.tv/তৌহিদ