রাফা দখলে নিলো ইসরায়েল

রাফায় ইসরায়েলি সেনাবাহিনী

রাফা দখলে নিলো ইসরায়েল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা শহর পূর্বঘোষণা অনুযায়ী দখলে নিলো ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতির কারণে গাজার প্রধান লাইফলাইন রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনের অংশটি বন্ধ করতে বাধ্য হয়েছে।  
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাফা ক্রসিং ‘সন্ত্রাসী কার্যক্রমের’ জন্য ব্যবহার করা হচ্ছিল এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর তা দখল করা হয়েছে। সূত্র, রয়টার্স।


এর আগে গতকাল সোমবার রাফায় ইসরায়েলি হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওইদিন বেসামরিক ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

news24bd.tv/ডিডি