মহাকাশ পাড়ি দেওয়া হলো না সুনীতার 

সুনীতা উইলিয়ামস

মহাকাশ পাড়ি দেওয়া হলো না সুনীতার 

অনলাইন ডেস্ক

তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়া হল না ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। মঙ্গলবার ( ৭ মে) মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল সুনীতার।  
সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলে চেপেওছিলেন   কিন্তু কিছু যান্ত্রিক গোলযোগের জেরে সেই অভিযান পিছিয়ে দেওয়া হল।
ফ্লোরিডা থেকে মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৪ মিনিটে স্টারলাইনারের যাত্রা শুরু করার কথা ছিল।

তবে ৯০ মিনিট আগেই জানিয়ে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটির কারণেই যাত্রা হবে না। সুনীতার সঙ্গে মহাকাশযানে ছিলেন নাসার ব্যারি উইলমোর। তাঁদের দুজনকেই মহাকাশযান থেকে বেরিয়ে আসতে বলা হয়। এরপরই যাত্রা বাতিল বলে ঘোষণা করা হয়।
সুনীতা ইতিমধ্যেই ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন। একজন মহিলা মহাকাশচারী হিসাবে এটি একটি রেকর্ড। সুনীতার এবারের যাত্রা তাঁর তৃতীয় যাত্রা হত।  
উল্লেখ্য, সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলের সফল পরীক্ষা সম্পন্ন হয় ২ বছর আগে। অবশ্য কখনও মানুষ চাপিয়ে এই মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হয়নি। এই আবহে আজ অভিযানের কিছুক্ষণ আগেই তা ভেস্তে যায়।  জানা গিয়েছে, অ্যাটলাস ভি রকেটে করে সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলটিকে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর কথা ছিল।

news24bd.tv/ডিডি