ওমরাহ পালন শেষে বুধবার স্ত্রীসহ দেশে ফিরছেন মির্জা ফখরুল

সহধর্মিণী রাহাত আরা বেগমসহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ওমরাহ পালন শেষে বুধবার স্ত্রীসহ দেশে ফিরছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বুধবার ( ৮ মে)  দুপুরে বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরছেন। মঙ্গলবার বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানে করে মদিনা পৌঁছান তিনি। এরপর মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর রওজা মোবারক জিয়ারত করেন।

শুক্রবার মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করেন তিনি।
শনিবার (৪ মে) এশার নামাজের পরে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেন।  
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন।

ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (অধুনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস.এম. হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক