‘ব্যাপক হারে ইসলামি সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা’

জুনাইদ আহমেদ পলক

‘ব্যাপক হারে ইসলামি সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা’

নাটোর প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমি আপনাদের কাছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই, যিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ব্যাপক হারে ইসলামী সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছেন। ’

মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে সিংড়া উপজেলা থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, ‘ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত; ইসলামের এই ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে হজ। অন্যান্য স্তম্ভগুলো পালনের জন্য কখনো আমাদের মানসিক, শারীরিক বা আর্থিক সক্ষমতার প্রয়োজন হয়।

পবিত্র হজ পালনের জন্য আমাদের মানসিক, শারীরিক ও আর্থিক সক্ষমতার সমন্বয়ের প্রয়োজন হয়। তাই আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আপনাদের হজ পালনের সক্ষমতা দিয়েছেন ও সুযোগ করে দিয়েছেন। ’

পলক আরও বলেন, ‘আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারা বিশ্বাস ও আস্থা রেখে আমাকে পরপর চারবার আপনাদের প্রতিনিধি নির্বাচন করে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততার সাথে দায়িত্ব পালন করতে পারি।

মহান স্রষ্টার কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন খুব সহজে ও সুস্থ শরীরে  হজের সকল কাজ সম্পন্ন করে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন। ’

সিংড়া আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত। এতে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর।
news24bd.tv/আইএএম