কাতালুনিয়ার সংসদ নির্বাচনে বাংলাদেশের মোস্তফা

সংগৃহীত ছবি

কাতালুনিয়ার সংসদ নির্বাচনে বাংলাদেশের মোস্তফা

অনলাইন ডেস্ক

বামপন্থি রিপাবলিকান দল ইআরসির মনোনীত প্রার্থী হিসেবে কাতালুনিয়ার সংসদ নির্বাচনে লড়ছেন বাংলাদেশের আবুল কালাম আজাদ মোস্তফা।

সোমবার (৬ মে) বার্সেলোনার স্থানীয় একটি হোটেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার পক্ষে সংবাদ সম্মেলন করেছে ইআরসি। সংবাদ সম্মেলনে দলের বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেরালিতাত দে কাতালুনিয়ার অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক সম্পাদক ও ইআরসি দলের নেতা ওরিয়ল আমারস ই মার্স।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ওরিয়ল আমারস তার বক্তব্যে কাতালুনিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে ইআরসির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আবুল কালাম আজাদ মোস্তফার পক্ষে ভোট চান।

আবুল কালাম আজাদ মোস্তফা তার বক্তব্যে বাংলাদেশিদের কাছে ভোট প্রার্থনা করেন। বাংলাদেশিদের মধ্যে যারা স্পেনের নাগরিক, তাদের তার দলের পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশিদের কাছে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, তার দল নির্বাচিত হলে কাতালুনিয়ায় ইমিগ্রেশন নিয়ে ইতিবাচক কাজ করবে।

পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে তার দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে কাতালুনিয়ার সংসদ নির্বাচন।

news24bd.tv/SHS

সম্পর্কিত খবর