বৃষ্টি ভোগান্তি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসার আহ্বান শাবাবের

বৃষ্টি ভোগান্তি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসার আহ্বান শাবাবের

অনলাইন ডেস্ক

উপজেলার সার্বিক উন্নয়নের জন্য বৃষ্টি ভোগান্তি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী।  

আজ বুধবার (৮ মে) সকাল সোয়া আটটায় উপজেলার চর জব্বার ডিগ্রি কলেজে ভোট দিয়ে তিনি এ আহ্বান করেন।

শাবাব জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও নির্বাচন সুষ্ঠু করেতে প্রশাসনের প্রতি আস্থাশীল তিনি।

তিনি বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম খায়রুল আলম সেলিম টানা তিনবার ক্ষমতায় থাকার পরেও এ এলাকার জনজীবনে কোনো উন্নতি ঘটেনি। ফলে জনগণ এবার আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।

উল্লেখ্য, এ উপজেলার ৮ ইউনিয়নে ৬১ কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ৫৭৮ ও মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ৯ জন।

news24bd.tv/SHS