মাদারীপুরে বৈরী আবহাওয়া দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু

মাদারীপুরে বৈরী আবহাওয়া দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে সদরে ১১৭ ও রাজৈরে ৬৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে আমরা ভোটগ্রহণ শুরু করেছি। বৈরি আবহাওয়ায় ভোটার উপস্থিতি একটু কম হলেও আমরা আশা করছি, আবহাওয়া স্বাভাবিক হলে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

ভোট নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে গ্রহণের জন্য ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই বিচারিক ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিব ও দুই হজার ৬০০ আনসার ও প্রায় ৮ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন অংশ নিয়েছেন। এই উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১ জন।

আর ৫ জন রয়েছে অন্যান্য ভোটার। এখানে মোট ভোটকেন্দ্র ১১৭টি, যেখানে ৭৯৪টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

রাজৈর উপজেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী তিনজন। ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজৈর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২ হাজার ৩৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৪৪৫ জন, নারী ভোটারের সংখ্যা ৯৬ হাজার ৯০৯ জন ও অন্যান্য ভোটার দুইজন। এই উপজেলায় ৬৯টি ভোট কেন্দ্রে ৫০০টি কক্ষে ভোট প্রদানের সুযোগ পাবেন ভোটাররা।

news24bd.tv/SHS