বাগেরহাটে উপজেলা নির্বাচনে মোয়াজ্জেম ও বাবুর জয়

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও মেহেদী হাসান বাবু।

বাগেরহাটে উপজেলা নির্বাচনে মোয়াজ্জেম ও বাবুর জয়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে রামপাল উপজেলায় মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও কচুয়া উপজেলায় মেহেদী হাসান বাবু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দুই উপজেলায় আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কেউই নির্বাচনে অংশ নেননি।

বাগেরহাটের রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বাগেরহাটের রামপাল উপজেলায় মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (আনারস) ২৪ হাজার ১৯৬ ভোট পেয়ে মাত্র ২৪৯ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম জামিল হাসান ( কাপ-পিরিচ) ২৩ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।

বাগেরহাটের কচুয়া উপজেলায় ২৬ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান বাবু (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর জায়েসী আশরাফি জেমস (মোটরসাইকেল) পেয়েছেন ১৯ হাজার ৪৬৭ ভোট।

news24bd.tv/ab