শেষ হল পিরোজপুরের তিন উপজেলার নির্বাচন

প্রতীকী ছবি

শেষ হল পিরোজপুরের তিন উপজেলার নির্বাচন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে তিনটি উপজেলায় ইভিএমে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবারের (৮ মে) নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় এস এম বায়েজিদ হোসেন (দোয়াত কলম), ইন্দুরকানী উপজেলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী (আনারস) এবং নাজিরপুর উপজেলায় দোয়াত কলম মার্কা নিয়ে স্থানীয় এমপির ছোট ভাই এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে পিরোজপুর সদর উপজেলাসহ তিনটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

তবে রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল পর্যন্ত চলায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অনেকটা কম ছিল। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশী দেখা যায়। এ নির্বাচনে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার নয়টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৩৪ জন।

এই তিন উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ৯৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৭৪৯ জন  এবং নারী ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ২২৮ জন।

পিরোজপুরের এ তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৪ টি। সকল কেন্দ্রেই ভোট নেয়া হয়েছে ইভিএম পদ্ধতিতে।

news24bd.tv/ab