হজ যাত্রীদের আন্তরিকতার সাথে সেবা দিতে ধর্মমন্ত্রীর আহ্বান

সংগৃহীত ছবি

হজ যাত্রীদের আন্তরিকতার সাথে সেবা দিতে ধর্মমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সংশ্লিষ্ট সকল সংস্থাকে হজ যাত্রীদের সাথে সর্বোচ্চ আন্তরিকতা বজায় রেখে সেবা দেওয়ার আহবান জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বৃহস্পতিবার (৯ মে) ভোরে বিমান বাংলাদেশের হজ ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি সরকারের সাথে নিবিড় যোগাযোগসহ আল্লাহর মেহমানদের পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সকল উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়৷

অনুষ্ঠানে সংসদ সদস্য খসরু চৌধুরী, সাজ্জাদুল হাসান, বিমান পরিচালনা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আ: হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে৷

news24bd.tv/ab

এই রকম আরও টপিক