দশ বছর পর জেগে উঠে প্রিয়তমার দিকে তাকালেন তিনি!

একটি দুর্লভ দৃশ্য, এনডিটিভি ছবি ।

অবিশ্বাস্য

দশ বছর পর জেগে উঠে প্রিয়তমার দিকে তাকালেন তিনি!

২০১৪ সালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি কোমায় চলে যান। এরপর আর কিছুই জানেন না। বলতে পারেন না। মৃতও না।

আবার জীবিতদের মতোও না। তখন তার স্ত্রী সান হংশিয়ার বিশ্বাস ছিল, তাঁর জীবনসঙ্গী একদিন স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং তিনি কোমা থেকে জেগে উঠেছেন।   দুইদিন আগে।

জেগে উঠে প্রথমেই প্রিয়তমা স্ত্রী সান হংশিয়ার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন।

সান জড়িয়ে ধরলেন আনন্দে। কোনো ফাঁকে কেউ এই দৃশ্য ভিডিও করে নিলেন। এই ভিডিও এখন চীনা যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সান তার স্বামীর গত কয়েক বছর কীভাবে কেটেছে, সেই বর্ণনা দিচ্ছিলেন। এসব শুনে তাঁর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সূত্র , এনডিটিভি, ইয়ন ও সাউথ চায়না মর্নিং পোস্ট। এ ঘটনা ঘটেছে চীনের আনহুই প্রদেশে।

সান বলেন, ‘যদিও আমি অনেক ক্লান্ত। তারপরও একটি পরিবারের সবাই যদি আবার এক হয়, সেটার অনুভূতি অন্য রকম। ’
সান আরও বলেন, দুই সন্তানের চিন্তাই তাঁকে শক্তি জুগিয়েছে, ভেঙে পড়তে দেয়নি। পাশাপাশি তিনি সন্তানদের জন্য সুন্দর একটি উদাহরণও তৈরি করতে চেয়েছিলেন।

তিনি বলেন, তাঁর কাছে অগ্রাধিকার ছিল স্বামী। অচেতন স্বামীর থাকাটা যেন আরামদায়ক হয়, সে জন্য তিনি সময় ও শক্তি দুটিই ব্যয় করেছেন। দীর্ঘদিন কোমায় থাকার কারণে ওই ব্যক্তির (স্বামী) অনেক ধরনের শারীরিক সমস্যা হয়েছিল।

শ্বাসপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে তাঁর জন্য ট্র্যাকিওস্টমি প্রক্রিয়া ব্যবহার করতে হতো। পুরুষাঙ্গে ক্যাথেটার ব্যবহার করতে হয়েছে। কিন্তু তিনি সব করেছেন। রাতের পর রাত বিনিদ্র রাত কাটিয়েছেন স্বামীর পাশে বসে।

news24bd.tv/ডিডি