বেশিরভাগ অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন মিলটন সমাদ্দার: ডিবি

সংগৃহীত ছবি

বেশিরভাগ অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন মিলটন সমাদ্দার: ডিবি

নিজস্ব প্রতিবেদক

মিলটন সমাদ্দারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বেশিরভাগই সত্য বলে তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৯ মে) ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। এসময় ডিবি প্রধান বলেন, মিলটনের বিষয়ে যেসব অভিযোগ গণমাধ্যমে এসেছে তার অধিকাংশ অপরাধই সত্যি বলে স্বীকার করেছেন তিনি।

হারুন জানান, মাদক সেবনের পর নির্যাতন করার বিষয়ে স্বীকার করেছেন তিনি।

এছাড়া ৯০০ লাশের তথ্য মিথ্যা ছিল, সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকামের জন্য এসব বলা হয়েছে।

এর আগে গত ৬ মে ডিবি প্রধান জানান, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামে আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের অনেক ভয়াবহ-রোমহর্ষক ঘটনা আছে। তবে তদন্ত শেষ না হলে এসব ঘটনা বলা ঠিক হবে না।

সেসময় হারুন অর রশীদ আরও বলেন, ‘মিল্টন কিছু অসহায়, বৃদ্ধ, অনাথ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুঁজি করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ নিয়েছেন।

এই অর্থ তাঁর ব্যাংক হিসাবে জমা হচ্ছিল। কিন্তু তিনি কোনো টাকা খরচ করছিলেন না। আশ্রয়কেন্দ্রের কাউকে তিনি চিকিৎসা দিচ্ছিলেন না। ’

news24bd.tv/FA

এই রকম আরও টপিক