সাবান যে রংয়েরই হোক, ফেনা সাদা হয় কেন? 

সাবান যে রংয়েরই হোক, ফেনা সাদা হয় কেন? 

অনলাইন ডেস্ক

বাজারে নীল, বেগুনী, হলুদসহ বেশ কয়েক রং-এর সাবান পাওয়া যায়। কাপড় কাঁচার সাবান কিংবা গায়ে মাখার- সব সাবানের রংই কিন্তু সাদা হয়। কখনো কী ভেবে দেখেছেন সব সাবানের রং কেন সাদা হয়?

বেগুনী, নীল, সবুজ, লাল বা অন্য যে কোন সাবান একটু ভিজিয়ে হাতে নিয়ে ঘষাঘষি করে দেখবেন ফেনা সাদা রং-এর হয়েছে। কি আজব ব্যাপার! ম্যাজিক ম্যাজিক ভাবসাব লাগে, তাই না?

তবে এর পেছনের ব্যাখ্যা জানলে বুঝতে পারবো আসলে ওসব ম্যাজিক ট্যাজিক কিছুই না।

ব্যাপারটা সাবানের ফেনা তৈরির মতো সহজ।

বিজ্ঞানেই ব্যাখ্যা রয়েছে, যে কোনও জিনিস যখন অন্য সব রংকে শুষে নেয় তখন সেটি কালো রংয়ের দেখায়। কিন্তু সব রং যখন কোনও জিনিসে প্রতিফলিত হয়, তখন সেই জিনিসটি সাদা রংয়ের দেখতে লাগে।

সাবানের ফেনার উপরে অন্য যে যে রং পড়ে, তা প্রতিফলিত হয়।

সেই কারণেই সাবানের রং নির্বিশেষে তার ফেনা সাদা রংয়ের হয়।

সাবান পানির সঙ্গে মিশলে যেহেতু বুদবুদ তৈরি হয়, সেই কারণেই তার উপরে পড়ে সব রং প্রতিফলিত হয়।  

news24bd.tv/TR   

এই রকম আরও টপিক