পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলা

সংগৃহীত ছবি

পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলা

মো. হৃদয় খান, নরসিংদী:

নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী শরীফুল হকের সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন।  

বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর ডাংগা ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে ২য় ধফায় হামলা চালায় বিজয়ী প্রার্থী জাবেদ হোসেনের সমর্থকরা।

আহতরা হলেন- ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের সলিমউদ্দিনের পুত্র ফখরুল ইসলাম, মফিজউদ্দিনের পুত্র মাসুম মিয়া, ওহাব মিয়ার পুত্র শান্ত মিয়া, মৃত চান মিয়ার পুত্র আকতার হোসেন ও আহমদ আলীর পুত্র রহিবুল্লাহ।

ভোক্তভোগীরা জানায়, পরাজিত প্রার্থী শরীফুল হকের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী জাবেদ হোসেনের সমর্থকরা অস্ত্র-সস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ মোহা. ইকতিয়ার উদ্দিন জানান, নির্বাচন পরবর্তী হামলার ঘটনা শুনেছি। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। ভোক্তভোগী পরিবারের লোকদের ডেকেছি। মামলার পর ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

news24bd.tv/কেআই