শুক্রবার সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী বিএনপি

সংগৃহীত ছবি

শুক্রবার সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী বিএনপি

অনলাইন ডেস্ক

শুক্রবার (১০ মে) নয়াপল্টনে পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন তারা।

তিন সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুল ইসলামের সঙ্গে দেখা করেছি।

তিনি বলেছেন সমাবেশ করার অনুমতির বিষয়ে পরে জানাবেন।

 তিনি আরও বলেন, সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। আমরা আশাবাদী যে দলীয় নেত্রীর মুক্তির দাবিতে ঘোষিত সমাবেশের অনুমতি পাবো।    

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।

ওইদিন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার দুই বছর পূর্ণ হবে।

news24bd.tv/DHL