হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলি সেনা

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মে)  ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালায়। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।  

ইসরায়েলি বাহিনী জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাচ।

২০ বছর বয়সী এ সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন। হিজবুল্লাহর এ হামলায় ইসরায়েলের আরেক সেনা আহত হন।  

এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। ২৮ বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইটাভ লেভ হালেভি ইসরায়েলের ‘এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিট’-এ কর্মরত ছিলেন।


news24bd.tv/আইএএম