নরসিংদীতে ২ এতিম শিশুকে ঘর নির্মাণ করে দিলো মজিদ মোল্লা ফাউন্ডেশন

সংগৃহীত ছবি

নরসিংদীতে ২ এতিম শিশুকে ঘর নির্মাণ করে দিলো মজিদ মোল্লা ফাউন্ডেশন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ২ এতিম শিশুকে ঘর নির্মাণ করে দিলো মজিদ মোল্লা ফাউন্ডেশন। শুক্রবার সন্ধ্যা ৬ টায় মনোহরদীর হাফিজপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। ৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত ঘর পেয়ে খুশি এতিম শিশুরাও।

এসময় আব্দুল কাদির মোল্লা বলেন, আমরা অনেক আগে থেকেই অসহায়দের গৃহ নির্মান প্রকল্প হাতে নিয়েছি।

মজিদ মোল্লা ফাউন্ডেশন মানুষের মৌলিক চাহিদাগুলো নিয়ে কাজ করছে। পরবর্তীতে যখন সরকার বাহাদুর গৃহ নির্মান প্রকল্প হাতে নেয়, তখন আমরা অন্যদিকে মনোযোগ দেই। এখন আবার পুনরায় এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। যারা সরকারের আশ্রয়ন প্রকল্পের সুযোগ পায় নি।
যাচাই-বাছাইয়ের পর তাদের গৃহ নির্মান করে দিবে মজিদ মোল্লা ফাউন্ডেশন। সেই সাথে এখানে ২ এতিম শিশুর জন্য স্যানিটারি থেকে শুরু করে পানির ব্যবস্থা সবকিছুই করে দেয়া হয়েছে।

অসহায়দের জন্য এই গৃহ নির্মান প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া, চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা।

news24bd.tv/DHL