দিল্লির সংকেত ছাড়া ব্যাংকের কেন্দ্রীয় নিয়োগ হয়নি। কে কোথায় বিচারপতি হবেন, কে কোথায় বড় পদে থাকবেন, কে এমপি হবেন, কে মন্ত্রী হবেনতারা সিদ্ধান্ত দিত। শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রেই নয়, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনায়ও তারা হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, গত ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের ওপর সীমাহীন খবরদারি করেছে বলে মন্তব্য করেছেন । আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর এসব কথা বলেন। ভারতকে এই প্রবণতা পরিহার করার আহ্বান জানিয়ে গয়েশ্বর রায় বলেন, কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ঠিক করবে কাকে...
কে এমপি হবে, কে মন্ত্রী হবে-সিদ্ধান্ত দিত দিল্লি: গয়েশ্বর রায়
অনলাইন ডেস্ক
জামায়াত আমিরের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, বৈঠকে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি, এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। ইরান-বাংলাদেশ বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা এবং জাতীয় সংসদে দলের প্রতিনিধিদের গঠনমূলক অবদান সম্পর্কে ইরানি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির পলিটিক্যাল সেক্রেটারি জাভেদ আসকারি। অন্যদিকে, জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন...
জামায়াত নেতাদের সঙ্গে ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
টার্কি-ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন-এর একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দলে ছিলেন ড. রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, এবং রাসিম আয়তিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ও ব্যারিস্টার নাজিব মোমেন।...
‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার সময়ে আ.লীগ নেতারা হেমা মালিনীর সিনেমা দেখছিলেন’
অনলাইন ডেস্ক
ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন, তখন আমি পাশে বসে ছিলাম। তিনি দাবি করেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ১৯৭৩ সালে জিয়াউর রহমানের নিজ হাতে লেখা একটি ডকুমেন্ট আছে উল্লেখ করে কর্নেল অলি বলেন, সেখানে তিনি লিখেছেন, ক্যাপ্টেন অলি আহমদ বিদ্রোহের জন্য মুখ্য ভূমিকা পালন করে। এর পরের বছর আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখেন তৎকালীন মেজর মীর শওকত আলী। সেই রিপোর্টে লেখা আছে, আমিই মেজর জিয়াকে পরামর্শ দিয়েছি স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। অর্থাৎ এই বিষয়টি মীমাংসিত। অলি আহমদ আরো বলেন, পটিয়া থানায় বসে আমরা স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি জিয়াউর রহমানকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর