ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধ পরিস্থতির মধ্যেই আজ শনিবার (১০ মে) যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশ দুটি। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। এ অবস্থায় সড়কে নেমে এসে উল্লাস করছে অনেক পাকিস্তানি। একই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দীর্ঘজীবী হোক স্লোগান দিয়ে অনেক শহরের মানুষ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে জাতীয় গর্ব এবং স্বস্তির মুহূর্ত বলে অভিহিত করেছে। লাহোর শহরের এক যুবক মোহাম্মদ ফতেহ বলেন, এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের বাহিনী শক্তির সাথে জবাব দিয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হওয়া ছাড়া ভারতের কাছে আর কোন উপায় ছিলো না। ইসলামাবাদে ৪৫ বছর বয়সী গৃহবধূ জুবাইদা বিবি যুদ্ধবিরতির পর আনন্দ প্রকাশ করে বলেন, যুদ্ধ কেবল দুঃখকষ্ট বয়ে আনে।...
উল্লাসে ফেটে পড়েছেন পাকিস্তানিরা, মিষ্টি বিতরণ চলছে
অনলাইন ডেস্ক

ভারতের সাফ কথা, পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়
অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতিতে সম্মত হলেও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলছে, অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ে আলোচনা করার কোনো সিদ্ধান্ত নেই। খবর আল জাজিরার। ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি এবং একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে। এরপরই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্তব্যটি আসে। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে তিনি লেখেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।...
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় ইসলামাবাদ
অনলাইন ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার চায় ইসলামাবাদ। আজ শনিবার (১০ মে) এমন তথ্য জানা গেছে, বৈশ্বিক গণমাধ্যমগুলো থেকে। কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডলে এ কথা জানান ইসহাক দার। ইসহাক দার বলেন, পাকিস্তান সব সময়ই এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপস করেননি। এক্স হ্যান্ডলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তা দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডলে বার্তা দিয়ে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান ইতোমধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আরও পড়ুন যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান, আকস্মিক ঘোষণা ট্রাম্পের ১০ মে, ২০২৫...
ভারতের সঙ্গে পুরোপুরি যুদ্ধবিরতিতে যাবেন কিনা জানালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে পুরোপুরি যুদ্ধবিরতিতে যাবেন বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, যুদ্ধবিরতি সম্পূর্ণ এবং এটি কোনোভাবেই আংশিক বিরতি নয়। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দার বলেন, এই যুদ্ধবিরতি সব জায়গায়, সর্বত্র প্রযোজ্য হবে।জিও নিউজ বরাত এ তথ্য জানিয়েছে ডন। এদিকে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি এবং একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আরও পড়ুন ট্রাম্পের পর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১০ মে, ২০২৫ ট্রাম্পও জানিয়েছেন, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে তিনি লেখেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর