আজ বিশ্ব মা দিবস

পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ ‘মা’।

আজ বিশ্ব মা দিবস

অনলাইন ডেস্ক

পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ ‘মা’। বিশ্বব্যাপী মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করার লক্ষ্যে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘মা দিবস’ উদযাপিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার আন্না জার্ভিস নামে এক ব্যক্তি সর্বপ্রথম ১৯০৮ সালে মা দিবস পালন করেছিলেন। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়।

স্মরণ করিয়ে দেয় সন্তানের জীবনে মায়ের অবদান ও ত্যাগ স্বীকারের মুহূর্তগুলো।

অনেকেই দিনটিকে মায়েদের সেবা ও যত্ন করার মধ্য দিয়ে কাটান। অনেকে বিশেষ রান্নাও করেন। যারা ব্যক্তিগত কিংবা কাজের সূত্রে মায়ের কাছ থেকে অনেকটা দূরে তারা ফোন করে কিছুক্ষণ কথা বলে নিজএর মায়ের সঙ্গে সময় কাটান।

যদিও অনেকেই মনে করেন, মা’কে ভালোবাসার জন্য বিশেষ এই দিনটির প্রয়োজন নেই। কারণ প্রতিদিনই মা’কে ভালোবাসার দিন হওয়া উচিত।

তবে বিশেষ দিনগুলো আমাদেরকে জীবনের বিশেষ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখার সুযোগ করে দেয়। তাই বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়েরাই যেন সুখী থাকেন, সন্তান হিসেবে এই যেন হয় আমাদের সবার প্রত্যাশা।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক