মৃত্যুর আগে ‌‘খুনিদের’ নাম জানালেন যুবক

ছুরিকাঘাতে নিহত যুবক

মৃত্যুর আগে ‌‘খুনিদের’ নাম জানালেন যুবক

যশোর প্রতিনিধি

যশোরে ফুটবল খেলা নিয়ে রেষারেষিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে শহরের নাজির শংকরপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

যশোর কোতোয়ালি থানার উপ পরিদর্শক শাহিন জানান, শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে নুর হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

আহতাবস্থায় সে জানায়, ফুটবল খেলা নিয়ে স্থানীয় রিয়াদ, মনির, পচা ও রনিসহ কয়েকজন তাকে চাকু মেরেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে রেফার্ড করেন। খুলনায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলোযোগ বাধে।

যা স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে। কিন্তু রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শক্রতা শুরু হয়। জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক