নানাবাড়ি বেড়াতে গিয়ে চিত্রানদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চিত্রানদীতে ডুবে মাদ্রাসা ছাত্র আবু রায়হানের মৃত্যু। ছবি: নিউজ২৪

নানাবাড়ি বেড়াতে গিয়ে চিত্রানদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ১৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের। সমবয়সী মামা, মামাতো ভাইসহ স্থানীয় কিশোরদের সঙ্গে নানার বাড়ির পাশের চিত্রানদীতে গোসল করতে গিয়ে শনিবার (১১ মে) বেলা ৩টার দিকে নিখোঁজ হয় আবু রায়হান নামে ঐ মাদ্রাসা ছাত্র, পরে ফায়ার সার্ভিসের ডুবুরীদের অনুসন্ধানে রাত ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার হয়।

স্বজনরা জানায়, রায়হান নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকার উসমান বিন আফ্ফান (রাঃ) কওমী মাদ্রাসার ‘মিঝান’ শ্রেনীতে পড়াশুনা করতো।

জানা যায়, শনিবার মাদ্রাসা শেষে দুপুর দেড়টার দিকে রায়হান সদর উপজেলার ধুন্দা গ্রামে নানা বাড়ি বেড়াতে যায়।

সেখানে সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেয়, খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামলে রায়হান সাঁতার না জানায় একপর্যায়ে নদীতে তলিয়ে গেলেও কেও খেয়াল করেনি। এভাবে কিছুক্ষন পেরিয়ে যাবার পর রায়হানকে দেখতে না পেয়ে সেখানে সবাই তাকে খোঁজাখুজি শুরু করে, খবর পেয়ে গ্রামবাসীও এতে যোগ দেয়।  

পরে ফায়ারসার্ভিসের ডুবুরিরা অনুসন্ধান চালিয়ে ঘটনাস্থলের পাশে চিত্রানদীর তলদেশ থেকে রাত ১২টার দিকে রায়হানের নিথরদেহ উদ্ধার করে।

নিহত রায়হান নড়াইল শহরের স্বনামধন্য জুয়েলারি ব্যবসায়ী সুমলিম জুয়েলার্স এর স্বাধিকারি মোঃ সাইফুল আলমের একমাত্র ছেলে।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

news24bd.tv/DHL