‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে জাতিসংঘ’

রোহিঙ্গা

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে জাতিসংঘ’

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আগের মতোই আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে জাতিসংঘ। এ কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।  

বৈঠক শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমিকম্প উন্নয়ন, দুর্যোগসহ রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ।

 

রোহিঙ্গা ক্যাম্পে বরাদ্দ কমিয়ে দিয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলো,  এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারা যাতে আগের মতো রোহিঙ্গাদের জন্য বরাদ্দ অব্যাহত রাখে, সে ব্যাপারে আলোচনা হয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে।  

এ সময় গোয়েন লুইস বলেন, বাংলাদেশের সঙ্গে নানা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জাতিসংঘ।  বাংলাদেশের যেকোনো প্রয়োজনে জাতিসংঘ পাশে আছে জানিয়েছে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে  আগের মতোই সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ।
news24bd.tv/আইএএম