শ্রম আইন নিয়ে আইএলও’র যৌক্তিক সুপারিশগুলো গ্রহণ করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

শ্রম আইন নিয়ে আইএলও’র যৌক্তিক সুপারিশগুলো গ্রহণ করা হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

শ্রম আইন নিয়ে আইএলও প্রতিনিধিরা যেসব সুপারিশ করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাদের দেওয়া সুপারিশের মধ্যে যেগুলো বাংলাদেশের জন্য যৌক্তিক, সেগুলো গ্রহণ করা হবে।  

রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ে আইএলও প্রতিনিধিদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।  

আইনমন্ত্রী বলেন, শ্রম অধিকার এবং শ্রম আইন নিয়ে ৪১টি বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।

এর মধ্যে ১৭টি বিষয়ের ওপর আলোচনা শেষ হয়েছে। বাকি ২৪টি বিষয় নিয়ে সোমবার সকালে আবারও বৈঠক হবে। আজ কিছু কিছু জায়গায় সন্তোষজনক ও বিস্তারিত আলোচনা হয়েছে।  

বৈঠকে আইএলও প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সংস্থাটির কান্ট্রি অফিসের পরিচালক টৌমো পৌটিআইনেন, লেবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন (এলএডব্লিউসি) ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, ট্রেড ফর ডিসেন্ট ওয়ার্কের কারিগরি অফিসার চায়ানিক থামপারিপাতরা।


news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক