দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দ্রুত কাজ করে যাচ্ছে সরকার: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দ্রুত কাজ করে যাচ্ছে সরকার: নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

একটি পক্ষ দেশকে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা করেছিল, তা প্রতিহত করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে। রোববার (১২ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘নৌ পরিবহন ও বাণিজ্যে প্রতারণা প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  

নৌ প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হবে।  

এ সময় দুর্নীতির প্রতি সরকারের জিরো-টলারেন্স নীতি উল্লেখ করে সব সেক্টরে দুর্নীতি দমনে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

 

নৌপরিবহন খাতের সাম্প্রতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি।  

সেমিনারে বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সামুদ্রিক খাতের উদ্বেগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা।
news24bd.tv/আইএএম