ছাদখোলা বাসে লা লিগা ট্রফি নিয়ে মাদ্রিদের উদযাপন

ছাদখোলা বাসে লা লিগা ট্রফি নিয়ে মাদ্রিদের উদযাপন

অনলাইন ডেস্ক

লা লিগার এবারের মৌসুমে এখনো বাকি আছে চার ম্যাচ। কিন্তু ইতোমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

তাই রোববার (১২ মে) লা লিগার  ট্রফি নিয়ে ছাদখোলা বাসে গ্র্যান্ড সেলিব্রেশন সেরে নিলো রিয়াল।

ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

সেই ট্রফি নিয়ে মাদ্রিদের সিটি হলে ফটোসেশনের পর ছাদ খোলা বাসে নেচে-গেয়ে সিবেলেস স্কয়ারে যায় পুরো দল। ‘সিবেলেস ফোয়ারা’র চারপাশে হাজারো সমর্থক শিরোপা উৎসবে মাতোয়ারা হয়।

লা লিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদের এটি ৩৬তম শিরোপা জয়।    

শিরোপা নিয়ে উদযাপনের এই সময় রিয়ালের অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস বলেছেন, ‘তিন সপ্তাহ পর আরেকবার এখানে উদযাপন করব।

আগামী ১ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। এটা নিশ্চিত যে একচ্ছত্র আধিপত্য দেখানো রিয়াল মাদ্রিদ সেই ম্যাচ জিতেই চূড়ান্ত আনন্দ উৎসব করার ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুন: রিয়ালকে ‘গার্ড অব অনার’ প্রতিপক্ষের 

news24bd.tv/SC