রুশ মন্ত্রিপরিষদ থেকে ‘শোইগু আউট’

সংগৃহীত ছবি

রুশ মন্ত্রিপরিষদ থেকে ‘শোইগু আউট’

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সের্গেই কুজুগেটোভিচ শোইগুর স্থলে ভারপ্রাপ্ত প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার সন্ধ্যায় ফেডারেশন কাউন্সিলের বরাতে এ খবর দিয়েছে রাশিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী থেকে শোইগুকে রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সিনেটররা আগামী ১৩ মে কমিটির অধিবেশন এবং ১৪ মে ফেডারেশন কাউন্সিলের বৈঠকে মনোনীত প্রার্থীদের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট পুতিনের মনোনীত অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদের জন্য ভ্লাদিমির কোলোকোল্টসেভ, জরুরী পরিস্থিতি মন্ত্রীর জন্য আলেকজান্ডার কুরেনকভ, পররাষ্ট্রমন্ত্রীর জন্য সের্গেই লাভরভ এবং বিচারমন্ত্রীর জন্য কনস্ট্যান্টিন চুইচেঙ্কো।

এদিকে প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে ডেনিস মান্টুরভকে মনোনীত করা হয়েছে। যিনি পুতিনের শেষ মেয়াদে উপ-প্রধানমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক