আজ রাতে কুতুবদিয়ায় পৌঁছাবে এমভি আব্দুল্লাহ

এম ভি আব্দুল্লাহ।

আজ রাতে কুতুবদিয়ায় পৌঁছাবে এমভি আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ২৩ নাবিকসহ ছাড়া পাওয়া এম ভি আব্দুল্লাহ আগামীকাল সোমবার (১৩ মে) সন্ধ্যায় কুতুবদিয়াতে পৌঁছাতে পারে। রোববার (১২ মে) জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি যে গতিতে চলছে তাতে আগামীকাল সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়ায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, কুতুবদিয়ায় কিছু চুনাপাথর আনলোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে জাহাজটি। সোমবার (১৩ মে) সন্ধ্যা নাগাদ ২৩ নাবিক নিয়ে জাহাজটি কুতুবদিয়াতে পৌঁছার কথা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা যতটুকু জানি জাহাজে থাকা সব নাবিক সুস্থ রয়েছেন। তারা কুতুবদিয়াতে পৌঁছানোর পর পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমরা বলতে পারব।

জাহাজে থাকা নাবিক প্রকৌশলী তানভির আহমেদ বলেন, ‘আমরা আজ (রোববার সন্ধ্যা ৬টায়) কুতুবদিয়া থেকে ৩০০ নটিক্যাল মাইল দূরে রয়েছি। ঘণ্টায় ১০ থেকে ১১ নটিক্যাল মাইল গতিতে জাহাজ চলছে। আগামীকাল সকালে বাংলাদেশ সীমানায় প্রবেশ করব। আর সন্ধ্যায় কুতুবদিয়াতে পৌঁছাতে পারব ইনশা আল্লাহ। ’ 

news24bd.tv/DHL