আবদুল্লাহ আল সাবাহর নেতৃত্বে কুয়েতে নতুন সরকার গঠিত

কুয়েতে নতুন মন্ত্রীসভা গঠিত হয়েছে।

আবদুল্লাহ আল সাবাহর নেতৃত্বে কুয়েতে নতুন সরকার গঠিত

অনলাইন ডেস্ক

শেখ আহমাদ আবদুল্লাহ আল সাবাহর নেতৃত্বে কুয়েতে নতুন মন্ত্রীসভা গঠিত হয়েছে। রোববার (১২ মে) এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্সের।

নতুন মন্ত্রীসভায় ইমাদ আল আতিকি, আনওয়ার আলি আল মুধাফ এবং আবদুল্লাহ আলি আল ইয়াহিয়া যথাক্রমে তেল, অর্থ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসেবে তাদের আগের জায়গায় বহাল আছেন।

কুয়েতের আমির শেখ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহর জারি করা এক অধ্যাদেশে এই তথ্য জানানো হয়।

শেখ আহমাদ কুয়েতের আমিরের ভাতিজা এবং এর আগে গত এপ্রিলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হয়েছিলেন।

অধ্যাদেশে শেখ মিশাল কুয়েতের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের আদেশটি বাস্তবায়নের নির্দেশ দেন।  
শুক্রবার (১০ মে) অনির্দিষ্টকালের জন্য মন্ত্রীসভা ভেঙ্গে দেয়ার পর নতুন এই সিদ্ধান্ত এলো।

এর আগে দীর্ঘদিন দেশটিতে নির্বাচিত আইনসভার সাথে সরকারের দ্বন্দ্ব চলছিলো।

কুয়েতের আমির সংবিধানের কিছু অনুচ্ছেদেও পরিবর্তন আনছেন, যার মধ্যে রয়েছে আইনসভা ভেঙ্গে দেয়ার দুই মাসের মধ্যে নতুন সরকার নির্বাচিত হওয়া এবং যেকোনো নতুন আইন একইসাথে আইনসভা ও আমিরের কাছে গৃহীত হওয়ার মতো বিষয়গুলো।

নতুন এই পরিবর্তনের ফলে কুয়েতের আইনসভার ওপর দেশটির আমিরের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক