সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের অনুসন্ধানে হাইকোর্টের বাধা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান।

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের অনুসন্ধানে হাইকোর্টের বাধা

নিজস্ব প্রতিবেদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের অনুসন্ধান চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। সোমবার (১৩ মে) দুপুরে এ রায় দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ মে) হাইকোর্টে দায়েরকৃত এক রিটে বলা হয়, ২০১৬ সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড (২৭৭০ কোটি টাকা) মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। এই  ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাউদ্দিন জনস্বার্থে এ রিট করেন। এ রিটে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে’- শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

news24bd.tv/ab