গাজীপুরের দু'দিন ব্যাপী হিজড়াদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

গাজীপুরের দু'দিন ব্যাপী হিজড়াদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

গাজীপুর প্রতিনিধি

'চাঁদা ছেড়ে কৃষি কাজে কালো হিজড়ার দল' শিরোনামে নিউজ টোয়েন্টিফোরে ডিজিটাল কনটেন্ট প্রচার হওয়ার পর গাজীপুরের দুই দিন ব্যাপী হিজড়াদের নিয়ে কৃষি কাজে স্বাবলম্বী হওয়ার উপায় শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার সকালে গাজীপুরের সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে ৩১জন হিজড়াদের নিয়ে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি করেন গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক-সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের শেষে হিজড়াদের মাঝে বিভিন্ন শস্য বীজ বিতরণ করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক