‘গ্রিন ফ্যাক্টরিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে’

গ্রিন ফ্যাক্টরি

‘গ্রিন ফ্যাক্টরিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে’

অনলাইন ডেস্ক

তৈরি পোশাক খাতের গ্রিন ফ্যাক্টরিগুলিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। পাশাপাশি পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শগুলো কাজে লাগাতে চায় সংস্থাটি। সোমবার (১৩ মে) সিইও ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

ডিএসই’র চেয়ারম্যান বলেন, দেশের বড় প্রকল্পগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থায়ন করা যেতে পারে৷ কোনো আইন দিয়ে পুঁজিবাজারে প্রতিবন্ধকতা তৈরি করা ঠিক নয়।

এ জন্য শেয়ার দর কমার সর্বনিম্ন সীমা বা লোয়ার সার্কিট ব্রেকার শিগগিরই তুলে দেওয়া প্রয়োজন।  

এ সময় সিইও ফোরামের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান জানান, ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য যেন নীতিসহায়তা দেওয়া হয় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
news24bd.tv/আইএএম