ভোট দিতে গিয়ে গান শোনালেন ‘কাঁচা বাদামের’ ভুবন

ভোট দিতে গিয়ে গান শোনালেন ‘কাঁচা বাদামের’ ভুবন

অনলাইন ডেস্ক

ভোট দিতে গিয়ে সবাইকে গান শোনালেন বাদাম কাকু খ্যাত ভাইরাল গায়ক ভুবন বাদ্যকর। আজ সোমবার রাজ্যজুড়ে চলছে চতুর্থ দফার ভোট। এদিন দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত পূংলাপুর ১৫০ নং বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন ভুবন।

এদিন ভোট দিতে এসে তিনি ভোটারদের নানা উপদেশ দেন।

তিনি বলেন, হানাহানি নয়, আনন্দ করে ভোট দান করুন। পাশাপাশি জানান যে সকাল থেকে ভোট দেওয়ার সময় হয়নি। বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। তাই একটু বেলার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভোট কেন্দ্রে আসেন ভুবন বাবু।

বছর দুয়েক আগে তাঁর পেশা ছিল বাদাম বিক্রি। বাদাম বিক্রি করতে করতে একটি গান রচনা করেন। সেই গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পান ব্যাপক জনপ্রিয়তা। সেই গানের হাত ধরেই রাতারাতি সেলিব্রেটি হয়ে যান ভুবন বাদ্যকর।

এরপর পেছন তাকাতে হয়নি। বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সেলেব্রিটির সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি।

প্রচারের আলো থেকে বহু দূরে থাকা বীরভূমের প্রত্যন্ত গ্রামের ভুবন বাদ্যকর তাঁর গানের মাধ্যমে গণতন্ত্রকে মজবুত করার ডাক দিলেন।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, হানাহানি নয় আনন্দ করে সব জায়গায় ভোট দেন। এমনকী ভোট দিতে এসে আবদারে কাঁচা বাদাম গানও শোনালেন ভাইরাল গায়ক।

সূত্র- জি নিউজ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক