একসঙ্গে দুই সিনেমার ঘোষণা নিশোর 

একসঙ্গে দুই সিনেমার ঘোষণা নিশোর 

অনলাইন ডেস্ক

গত বছর রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সুপারস্টার শাকিব খানের 'প্রিয়তমা'র সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করে নিশোর 'সুড়ঙ্গ'। ক্ল্যাশে জড়িয়ে সিনেমাটি সফলতা পেলেও এরপর থেকে আর খোঁজ নেই নিশোর। মাঝে একটি সিনেমার কথা-বার্তা শোনা গেলে, আনুষ্ঠানিক ঘোষণা আসছিল না।

নিশো নিজেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে।  

তবে সব জল্পনা কাটিয়ে অবশেষে এলো নিশোর নতুন সিনেমার ঘোষণা। একটি নয়, একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা নিজেই। সম্প্রতি এসভিএফ ও আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন তিনি।

দুটি সিনেমাতেই মূল চরিত্রে থাকবেন তিনি।

একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দেওয়ার আগে একপ্রকার যেন হারিয়েই গিয়েছিলেন নিশো। কেন এই নিখোঁজ হওয়া? জবাবে নিশো বলেন, ‘যেকোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে। ’

তিনি আরও বলেন, ‘অনেক নিখোঁজের মাঝে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের খোঁজ পেয়েছি। যাঁরা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তাঁরা আমাকে এবং আমি তাঁদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত। ’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছেন। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন, তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি। ’

নিশোর ফেরা নিয়ে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনিও দারুণ আশাবাদী। বলেছেন, ‘আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ’ 

তবে নিশোর এই দুই ছবির পরিচালক কে, কারা অভিনয় করবেন, কবে শুটিং হবে এবং কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনই কিছু জানায়নি এসভিএফ ও আলফা আই। দেশের একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম এই দুই চলচ্চিত্র দুটির সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চায় না এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক