রাফাহ-এ অভিযান না চালাতে ৯শ’ ইসরায়েলি সেনার মা- বাবার চিঠি

রাফাহ-এ অভিযান না চালাতে ৯শ’ ইসরায়েলি সেনার মা- বাবার চিঠি

অনলাইন ডেস্ক

গাজায় রাফাহ-এ অভিযান চালালে ইসরায়েল সেনাদের জন্য ভালো হবে না বলে মনে করা হচ্ছে।  এ জন্য ৯শ’র বেশি ইসরায়েলি সেনার বাবা-মা দেশটির প্রতিরক্ষা বাহিনীর কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তারা রাফাহ-এ অভিযান না চালাতে অনুরোধ করেছেন। রাফাহ তাদের সন্তানদের জন্য একটি ‘মৃত্যুফাঁদ’ বলে মনে করেন তারা।

 

গত ২ মে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সাধারণ বিচারবুদ্ধিসম্পন্ন যে কারও কাছে এটা স্পষ্ট যে, রাফাহে আগ্রাসনের বিষয়ে কয়েক মাস আগে থেকেই সতর্কতা ও ঘোষণা দেওয়া হয়েছে। তাই এখন প্রতিপক্ষ বাহিনী সক্রিয়ভাবে আমাদের সৈন্যদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। ’

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভিকে সম্বোধন করে লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমাদের ছেলেরা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত। আর এখন আপনি তাদের এই বিপজ্জনক পরিস্থিতিতে পাঠাতে চান? এটাকে অদূরদর্শিতা ছাড়া কিছুই মনে হচ্ছে না।

এই চিঠিতে শুরুর দিকে প্রায় ৬০০ সৈন্যের বাবা-মা স্বাক্ষর করেছিলেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে আরও ৩০০ সৈন্যের বাবা-মা এতে স্বাক্ষর করেছেন।

গত সপ্তাহে পূর্ব ও মধ্য রাফাহ খালি করে দেওয়ার সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। এরপর প্রায় ৫ লাখ বাসিন্দা রাফাহ ত্যাগ করেছে। ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্ত থেকে রাফাহে এসে আশ্রয় নিয়েছিল প্রায় ১৩ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, রাফাহে পূর্ণ মাত্রায় আক্রমণ বন্ধ করার জন্য মার্কিন চাপকে তিনি প্রত্যাখ্যান করবেন।

গাজায় ইসরায়েলি বিশেষ বাহিনীর সৈন্যের মা আনাত বলেন, ‘রাফাহ একটি মৃত্যু ফাঁদ। আমাদের সৈন্যদের হত্যার জন্য জায়গা প্রস্তুত করতে হামাস অনেক সময় পেয়েছে। আমরা তাই প্রচণ্ড উদ্বিগ্ন। আমাদের আশঙ্কাকেই এখন সত্যি হতে দেখছি কারণ, একটি এলাকা থেকে সৈন্যদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে—হামাস যাতে দ্রুত সেই এলাকার নিয়ন্ত্রণ ফিরে পায়। ’

আনাত আরও বলেন, ‘যুদ্ধের প্রথম মাসগুলোতে আমরা পুরো অভিযানকেই সমর্থন দিয়েছি। গাজায় যুদ্ধ করা ছাড়া হামাসের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় ছিল না। কিন্তু গত মাসগুলোতে আমরা বুঝতে পারছি যে, তাদের (আইডিএফ) কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। ’

ইসরায়েলি এক কমান্ডারের মা ইদিত বলেন, ‘কয়েক মিনিট আগে আমার ছেলে আমাকে মেসেজ দিয়েছে। সে জানিয়েছে, তারা রাফাহে যাচ্ছে। এটা শুনে ভয় পাচ্ছি। আমরা হামাসকে নির্মূলের জন্য অভিযানের বিরুদ্ধে নই। তবে রাফাহে প্রবেশ করা এই মিশনের জন্য যৌক্তিক নয়। ’

সূত্র: দ্য গার্ডিয়ান 
news24bd.tv/আইএএম