ভয়াবহ ধূলিঝড়ে মুম্বাইয়ে নিহত ১৪

ভয়াবহ ধূলিঝড়ে মুম্বাইয়ে নিহত ১৪

অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ের ঘাটকোপারে ধূলিঝড়ে ১০০ ফুট উঁচু বিশালাকৃতির একটি বিলবোর্ড ভেঙে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে প্রথমে ৯ জন নিহত হওয়ার তথ্য সরবরাহ করা হলেও পরবর্তীতে এই সংখ্যা বেড়ে ১৪ তে দাঁড়ায়।

সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে সেখানকার এক জ্বালানি স্টেশনে বিলবোর্ড ভেঙে পড়ে হতাহত হয়েছেন আরও ৭০ জন। পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নীচে চাপা পড়েছিলেন অনেকেই।

অনেককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সরানো সম্ভব হয় ধ্বংসস্তূপ।
ধ্বংসস্তূপ সরানোর পর মৃত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে আরও ৫ জনের।

বান্দ্রার একটি দোকানের উপর গাছ ভেঙে পড়ে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা একজন আহত হন।

জানা গেছে, অসময়ে বৃষ্টি এবং এর সাথে ভয়াবহ ধূলিঝড় এই হতাহতের মূল কারণ।

আরও পড়ুন: কানাডার ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সোমবার (১৩ মে) দুপুর ৩টা নাগাদ মুম্বাইয়ের আকাশ ঘনকালো হয়ে যায়। এ সময় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়। আলোকস্বল্পতার কারণে মুম্বাই বিমানবন্দরে সকল ফ্লাইট চলাচল ১ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়। (তথ্যসূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া)

news24bd.tv/SC