সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় সময় কথা-বার্তা বলতেন। এরপর নোবেলের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান। এরপর সেই তরুণী ফিরতে চাইলে একপর্যায়ে আরো দুই-তিনজন বিবাদীর সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। এ সময় তার মোবাইল ফোনও ভেঙে ফেলেন। সেই ঘরে আটক রেখে তরুণীকে ধর্ষণ করেন নোবেল এবং ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে...
‘ওর সঙ্গে সাত মাস কারো পক্ষে থাকা সম্ভব?’
অনলাইন ডেস্ক

ধর্ষণ মামলায় নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ
অনলাইন ডেস্ক

অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার দিবাগত রাত দুইটায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানাপুলিশ। আরও পড়ুন যেভাবে গ্রেপ্তার হলেন নোবেল ২০ মে, ২০২৫ ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন গায়ক নোবেল। এর আগেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।...
৭ মাস আটকে রেখে ধর্ষণ, ব্ল্যাকমেইলের উদ্দেশে ভিডিও-ও করে রাখেন নোবেল
অনলাইন ডেস্ক

অপহরণ ও ধর্ষণ মামলায় সোমবার দিবাগত রাত দুইটায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানাপুলিশ। নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। জানা গেছে, স্টুডিও দেখানোর উদ্দেশ্যে ভুক্তভোগী নারীকে নিয়ে এসে ৭ মাস আটকে রেখে ধর্ষণ করেন নোবেল। এ বিষয়ে ওসি মাহমুদুর রহমান বলেন, তিনি (নোবেল) এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয়। পরে নোবেলকেও গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তিনি আরও জানান, গত বছরের নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে সাত মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এসময় তিনি ওই ছাত্রীকে...
আসিফ নজরুল ও ফারুকীর দৃষ্টি আকর্ষণ করলেন জায়েদ খান
অনলাইন ডেস্ক

গত দুইদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার মুক্তির দাবিতে শোবিজের সবাই বেশ সোচ্চার ছিলেন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেনযে শিল্পীরা দেশের প্রতিনিধিত্ব করে, সেই শিল্পীদের হয়রানি করা হচ্ছে। এটা একেবারে উদ্দেশ্যমূলক। কোথাকার কোন জেলার এক ব্যক্তি এসে একজন নায়ক কিংবা নায়িকার বিরুদ্ধে মামলা করল, অমনি মামলা নিয়ে নেওয়া হলো। কেন এভাবে মামলা নেওয়া হচ্ছ? এসব ঠেকাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। নিউইয়র্ক থেকে হোয়াটসঅ্যাপে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে জায়েদ খান বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমার বিশ্ববিদ্যালয়ের স্যার। তাকে আমি স্যার সম্বোধন করি। তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শিল্পীদের যেন কোনো হয়রানি না...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর