জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

সংগৃহীত ছবি

জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ জুন রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা ম্যারাথন প্রতিযোগিতা ২০২৪’। মঙ্গলবার (১৪ মে) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শিরোনামে এই হাফ ম্যারাথন ভোর ৫টায় ঢাকার হাতিরঝিল থেকে শুরু হবে। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনে বিস্তারিত তুলে ধরেন পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগি অংশগ্রহণ করবে। প্রতিযোগীদেরকে ৩ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরষ্কার প্রদানসহ অংশগ্রহণকারীদের জন্য থাকবে জার্সি, মেডেল ও সার্টিফিকেট।

ম্যারাথনের সময় পুরো ট্র্যাকজুড়ে দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একাধিক মেডিকেল টিম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে ।

১৬ বছরের ঊর্ধ্বে যে কোনো নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

news24bd.tv/ab